ভাবনায় বাংলাদেশ পুলিশ, হৃদয়ে স্বদেশ
[ভিশন ২০২১ ও ২০৪১] জনবান্ধব পুলিশ গড়তে আইজিপি'র পাঁচ মূল লক্ষ্য :
বাংলাদেশ পুলিশকে একটি জনবান্ধব পুলিশ বাহিনীতে রূপান্তরিত করতে কাজ করছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)। শুরু থেকেই তিনি পাঁচটি মূল লক্ষ্য নির্ধারণ করে কাজ করছেন।
(ক) দুর্নীতিমুক্ত পুলিশি সেবা
(খ) মাদকের ক্ষেত্রে শূণ্য সহিঞ্চুতা
(গ) নিপীড়ন ও হয়রানিমুক্ত পুলিশী সেবা নিশ্চিত করা
এবং উন্নত পুলিশি সেবা মানুষের দোরগোঁড়ায় পৌঁছে দিতে ওয়ার্ড ও ইউনিয়নভিত্তিক
(ঘ) বিট পুলিশিং সেবা নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশ পুলিশ একটি জনবান্ধব আধুনিক পুলিশ বাহিনীতে রূপান্তরিত হবে। প্রথম চারটি সেবা নিরন্তর ও ফলপ্রসূ করতে সন্তানদের শিক্ষা ও পরিবারের সুচিকিৎসাসহ পুলিশ সদস্যদের
(ঙ) বৃহত্তর কল্যাণ, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতেও নেয়া হয়েছে নানা উদ্যোগ।
জনবান্ধব, জনপ্রিয় ও সফল বাংলাদেশ পুলিশ হোক আপনার আমার অহংকার।