সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের সিসি টিভি ক্যামেরা জনসেবায় বিশেষ অবদান রেখে চলেছে।মঙ্গলবার সকালে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদে সরকারি সেবা নিতে আসেন জনৈক রহিম মিয়া(ছদ্ম নাম) নামক এক লোক। রহিম মিয়া সরকারি সেবা নিতে পরিষদের ২য় তলায় যান।বেশ কিছুক্ষণ পরে সরকারি সেবা গ্রহণ শেষে রহিম মিয়া নিজে এসে দেখতে পান তার রেখে যাওয়া সাইকেলটি আর নেই। কে বা কারা চুরি করে নিয়ে গেছে।অনেক খোজাখুজি করে রহিম মিয়া তার সাইকেলটি না পেয়ে সোজা চলে যান সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব তানভীর হোসেন সুজনের কাছে।সেখানে গিয়ে বিষয়টি ভাইস চেয়ারম্যান কে অবগত করেন ভুক্ত ভোগী রহিম মিয়া।ভুক্তভুগির অভিযোগের ভিত্তিতে ভাইস চেয়ারম্যান বিষয়টি সাতক্ষীরা সদর উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব দেবাশীষ চৌধুরী কে অবগত করলে ইউএনও তার অফিসিয়াল সিসি টিভি ক্যামেরায় হারানোর সময় অনুযায়ী ভিডিও রিভিও করেন ও মনিটরিং করেন।এক পর্যায়ে ভিডিও রিভিউ তে সাইকেল চুরির ঘটনা ও চোর সনাক্ত হয়।পরে সদর উপজেলার নির্বাহী অফিসার ও ভাইস চেয়ারম্যান তাদের নিজ নিজ ফেইজবুকে চোরের ছবি ও ভিডিও পোষ্ট করে আজ দুপুরে।ভিডিও পোষ্ট করার পর Uno Satkhira Sadar আইডিতে আনন্দ টিভির সাংবাদিক সুজন ঘোষ কমেন্ট করে বলেন চোরের বাড়ি দেবহাটার সখিপুর গ্রামে।
এদিকে সাইকেল চুরি ও সিটি টিভি ক্যামেরায় চোর সনাক্ত করার বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর উপজেলার বিঞ্জ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী আপডেট সাতক্ষীরা কে বলেন উপজেলা প্রশাসনের সিটি টিভি ক্যামেরার ফুটেজ দেখে সাইকেল চোর কে সনাক্ত করা হয়েছে।তিনি জানান,সনাক্ত চোরের নাম মূর্শদ চোর, তার বাড়ি দেবহাটার সখিপুর গ্রামে।তাকে আইনের আওতায় আনার জন্য সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের অভিযান অব্যহত আছে।