জমকালো আয়োজনে বঙ্গবন্ধু কাপ-২০২২ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন, বাংলাদেশের জয় দিয়ে সূচনা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ১৯ মার্চ সন্ধ্যায় বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় ‘দ্বিতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক উন ইয়ং হ্যাক ই প্রসাদ রাও, স্টার স্পোর্টসের সিইও অরুন গোস্বামী, সাবেক ক্রিকেটার ও বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয়, বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
আরও উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সভাপতি ও র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম(বার),পিপিএম, ঢাকা রেঞ্জের ডিআইজি ও কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিপিএম(বার) পিপিএম(বার)
সহ ফেডারেশনের অন্য কর্মকর্তারা।
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে দুর্দান্ত শুরু করেছেন লাল-সবুজ জার্সিধারীরা। বাংলাদেশ জিতেছে ৩টি লোনাসহ ৪৬-১৫ পয়েন্টে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বাংলাদেশের তুহিন তরফদার।