শুক্রবার সকালে সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের ১নং ইসলামপুর জমে মসজিদ চত্তরে পথসভা ও শৈলখালি খালে নেটপাটা অপসারণের কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
এ সময় তিনি বলেন, শোকের মাসে শোককে শক্তিতে পরিণত করে এ জেলার মানুষের কল্যাণে কাজ করছি। শুক্রবার ছুটির দিন বাংলোতে না থেকে আপনাদের কাছে এসেছি। আসুন আমরা সকলে মিলে প্রতিদিন এক ঘন্টা ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার না করতে পারে সে জন্য নিজেরা আমাদের বাসা বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, হাট বাজার, রাস্তাঘাট, বাস-স্টেশন, হোটেল রেস্তরাঁ, খেলার মাঠ, ছাদবাগান, পরিষ্কার পরিচ্ছন্ন করি।
ডেঙ্গু প্রতিরোধে নিজে সচেতন হই অন্যকে সচেতন করি। সচেনতামূলক লিফলেট দিয়ে বলেন, এটি পড়তে হবে, অন্যকে শুনাতে হবে। মশারি টানিয়ে ঘুমাতে হবে। আর জ¦র হলে ডাক্তার দেখিয়ে ডেঙ্গু কিনা পরীক্ষা করতে হবে। নিজ হাতে সব কিছু পরিষ্কার করতে হবে এবং আশপাশের সকলকে সচেতন করবেন।
পৌরসভার ৬নং ওয়ার্ডের উত্তর শৈলখালি খালে নেটপাটা অপসারণে বলেন, মানুষের জলবদ্ধতার কবল থেকে রক্ষা, পানি নিষ্কাশনের গতিপথ সচল রাখতে ও জনস্বার্থে বন্দোবস্তকৃত সকল খালের ইজারা বাতিল ঘোষণা করা হয়েছে। শুক্রবার ছুটির দিনে পৌরসভার ৬নং ওয়ার্ডের উত্তর শৈলখালি খালে এ কার্যক্রম শুরু করা হল। এ সময় এক ইজারাদার উপস্থিত হয়ে মাছ ধরার সময় চাইলে তিনি ২৪.০৮.১৯ শনিবারের মধ্যে সকলকে মাছ ধরে নিজ দায়িত্বে খাল উন্মুক্ত করার সময় দেন। অন্যথায় ২৫.০৮.১৯ রবিবার থেকে জলাবদ্ধতা নিরসনের কাজে বাঁধা সৃষ্টি করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন, জেলার ৭ উপজেলায় নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) কে জলাবদ্ধতা নিরসনে সকল সরকারি খাল অবমুক্ত করা, পানি নিষ্কাশনে খালের বাঁধা অপসারণ করা, নেটপাটা তুলে ফেলতে নির্দেশ প্রদান করা হয়েছে। সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজের সহযোগিতা করার আহবান জানিয়ে বলেন জেলা প্রশাসক হিসেবে যতদিন এ জেলাতে আছি মানুষের কল্যাণে কাজ করব।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) রনি আলম নূর, পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
-পত্রদূত নেট।