সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের মাগুরা, তালতলা, গোপীনাথপুর, বিনেরপোতা, শাল্যে ও পৌরসভার কাটিয়া এলাকায় জমে থাকা জলাবদ্ধতার পানি অপসারনের লক্ষে স্থানীয় কৃষকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী মতবিনিময় করেছেন।
মঙ্গলবার বিকাল ৪টায় সদরের লাবসা ইউনিয়নের তালতলা গদাইবিল এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনজুর হোসেন, লাবসা ইউপি সদস্য মনিরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম, পৌর ১নং কাটিয়া কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় কৃষক আলহাজ্ব সুলাইমান আহমেদ, অলিউর রহমান, রেজাউল ইসলাম কাগজি, লিটন প্রমুখ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী স্থানীয় কৃষকদের বিভিন্ন সমস্যার কথা ধৈর্য্য সহকারে শোনেন এবং তা সমাধানে কার্যকরি পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়ে বলেন, সদরের লাবসা ইউনিয়নের মাগুরা, তালতলা, গোপীনাথপুর, বিনেরপোতা, শ্যাল্যে ও পৌরসভার কাটিয়া এলাকায় সৃষ্ট জলাবদ্ধতার পানি অপসারণের লক্ষে শ্যালো মেশিন দিয়ে পানি সেচের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন করা হবে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অতিদ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। যাতে আগামী মৌসুমে এ এলাকার সকল কৃষি জমিতে কৃষকরা ধান চাষ করতে পারে।
এদিকে, অত্র এলাকার জলাবদ্ধতা নিরসনে তালতলা গ্রামের ব্যবসায়ী সালাউদ্দীন ১টি মোটর দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং কাটিয়া গ্রাম থেকে ১টি, শাল্যে গ্রাম থেকে ২টিসহ মোট ৫টি মোটরের সাহায্যে পানি অপসারণ কার্যক্রম শুরু করা হবে।