জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ নজরুল সংগীতে খুলনা বিভাগে শ্রেষ্ঠ হয়েছেন সাতক্ষীরা সরকারী কলেজের শিক্ষার্থী ঈষিতা রায়।
গত ৩০ মে ২০২২ তারিখ খুলনা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বিভাগীয় নজরুল সংগীত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরিচালক হারুণ উর রশিদ সভাপতিত্ব করেন।
প্রতিযোগিতায় খুলনা বিভাগের ১০ জেলার শিক্ষার্থীরা অংশ করেন। এতে নজরুল সংগীত প্রতিযোগীতায় সাতক্ষীরা সরকারী কলেজের দ্বাদশ শ্রেনীর বিঞ্জান বিভাগের শিক্ষার্থী ঈতিষা রায় নজরুল সংগীতে গ গ্রুপে খুলনা বিভাগের প্রথম স্থান অধিকার করে জাতীয় পর্যায়ে আগামী ৫ জুন ২০২২ ক্রি: তারিথ ঢাকায় জাতীয় পর্যায়ে অংশ গ্রহণের গৌরব অর্জন করেছে।
সে সাতক্ষীরা শহরের ইটাগাছা গ্রামের নন্দ দুলাল রায় ও ছন্দারানী চৌধুরী র এক মাত্র কন্যা।তাঁর পিতা - মাতা সকলের কাছে একমাত্র কন্যার জন্য আর্শীবাদ ও দোয়া প্রার্থী।