জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে।
আজ ১৫ আগষ্ট সকাল সাড়ে ৯ টায় সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক দীপক কুমার সাহার নেতৃত্বে জেলা পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক বসীর আহমেদ,এডিসিসি ডা.দীন মোহাম্মদ খোকা, সদর উপজেলা ফ্যামিলি প্লানিং অফিসার আব্দুস সালাম, এমও ক্লিনিক ডা: লিপিকা বিশ্বাস, এমওএমসিএইচ-এফপি ডা:জয়ব্রত ঘোষ, এটিএফপিও মুশফিয়া লিজা শহরের খুলনা রোড মোড়ে অবস্থিত জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা জ্ঞাপন শেষে সকাল সাড়ে ১০ টায় জেলা পরিবার পরিকরল্পনা অফিসের কনফারেন্স কক্ষে জাতীর শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনার ডেপুটি ডাইরেক্টর দীপক কুমার সাহা।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনী ও ১৫ ই আগষ্টের ভয়াবহ সেই হত্যাকান্ড নিয়ে আলোচনা করেন ডিডিএফপি দীপক কুমার সাহা।
তিনি বলেন বঙ্গবন্ধু ছিলেন বাঙালী র পথ প্রদর্শক।বঙ্গবন্ধুর জন্যই আমরা স্বাধীন বাংলাদেশ, স্বাধীন মানচিত্র পেয়েছি।তিনি বলেন, শোকের মাসে শোক কে শক্তি তে রুপান্তরিত করে আপনাদের সুচারুভাবে মানুষ কে সেবা দিয়ে যেতে হবে।বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে হবে।
আলোচনা সভা শেষে মিলাদ মাহাফিলে দোয়া পাঠ করান সহকারী পরিচালক বসীর আহমেদ।মিলাদ মাহফিল শেষে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই অসমাপ্ত জীবনী উপহার প্রদান করা হয়। সার্বিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদরের ফ্যামিলি প্লানিং অফিসার আব্দুস সেলিম।অনুষ্ঠানে এসময় সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের এফপিআই, সকল উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, সকল এফ ডব্লিউ ভি গণ, এফডব্লুউ এ গণ সহ জেলা অফিস ও সদর অফিসের সকল পর্যায়ের স্টার্ফ গণ উপস্থিত ছিলেন।