জাতীয় স্বাস্থ্য সেবা-২০১৯ উপলক্ষ্যে সাতক্ষীরায় র্যালী, মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা এবং প্রামাণ্য চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের আয়োজনে বুধবার সকাল সাড়ে ১০টায় কলেজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি মেডিকেল কলেজ সংলগ্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো মেডিকেল কলেজ চত্বরে এসে শেষ হয়। এতে অংশ নেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ কাজী হাবিবুর রহমান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক ডাঃ শেখ শাহজাহান আলী, ডাঃ খান গোলাম মোস্তফা, ডাঃ নাসির উদ্দীন গাজী, ডাঃ হরষিত চক্র বর্তী প্রমুখ। অনুষ্ঠানে মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের ডাক্তার, নার্স, স্বাস্থ্যসেবী, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার দুইশতাধিক মানুষ অংশ গ্রহণ করেন। র্যালি শেষে সেখানে মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা এবং প্রামাণ্য চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে এক উৎসব মূখর পরিবেশের সৃষ্টি হয়।