জেলা আ’লীগ সভাপতি মুনসুর আহম্মেদের সাথে জেলা নাগরিক অধিকার উন্নয়ন ও সমন্বয় কমিটির নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন। সোমবার বিকেলে জেলা আ’লীগের সভাপতির মুনজিতপুরস্থ বাসভবনে মতবিনিকালে ২৮ দফা দাবি উপস্থাপন করেন নাগরিক অধিকার উন্নয়ন কমিটির জেলা সভাপতি জিএম নূর ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন কাউন্সিলর ফারহা দিবা খান সাথী, সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রাসেল, কাউন্সিলর জ্যোৎস্না আরা, মোহাম্মাদ আলী সুজন, রেবেকা সুলতানা, কাউন্সিলর অনিমা রানী, মূছা করিম, আশরাফুল করিম, মোহাম্মাদ আবু সায়ীদ, মোহাম্মাদ আলী সিদ্দীকি, মাষ্টার রফিকুল ইসলাম, এসএম আবুল কালাম, অধ্যক্ষ রেজাউল করিম, শাহারুল ইসলাম, প্রভাষক কামরুজ্জামান, নাছির উদ্দীন সুলতান। নেতৃবৃন্দ জেলা উন্নয়নে ২৮ দফা দাবি বাস্তবায়নে আলোচনা করেন।