সাতক্ষীরা জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সৈয়দ সাদেকুর রহমান সাদেক এবং ছাত্র নেতা ফারিব আজমিরের উপর জামায়াত ও শিবিরের সন্ত্রাসী হামলায় জেলা ছাত্রলীগসহ অন্যান্য উপজেলা ছাত্রলীগ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
আজ দুপুর ১২টার দিকে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের আয়োজনে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন বলে জানা গেছে। বক্তরা বলেন, জামায়ত শিবিরের সন্ত্রাসী ক্যাডারদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থার দাবি জানান।
এ মানববন্ধনে জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম, সাবেক ছাত্রনেতা কাজী আক্তার হোসেন, দেবহাটা উপজেলার সাধারণ সম্পাদক এ এইস সোহাগ, নোমান, কাজী দীপ, শুভ, দীপসহ অন্যান্য ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল রাতে জামায়াত শিবির নেতাকর্মীরা ঝুটিতলা এলাকায় একটি মেসে নাশকতার লক্ষ্যে গোপন বৈঠক করছে- এমন খবর পেয়ে তা যাচাই করার উদ্দেশে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিকের নেতৃত্বে ৬/৭জন ওই এলাকায় যায়। এ সময় তাদের উপস্থিতি টের পেরে বৈঠককারীরা প্রথমে ইটপাটকেল ও পরে গুলিবর্ষণ করে। এতে ফারাবি বাম পায়ে গুলিবিদ্ধ হন। একই সময়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিকের বুকে ইট লাগে। এতে তিনি আঘাত প্রাপ্ত হন। তাদের কয়েকজনকে একটি ঘরে আটকে রেখে পদদলিত করার ঘটনাও ঘটে।