ইব্রাহিম খলিল: সাতক্ষীরায় জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২। জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় ২ মার্চ সাতক্ষীরা স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ১১ মার্চ, বিকাল ৩টায়। খেলার সেমিফাইনা-১ অনুষ্ঠিত হবে আগামী ৮ মার্চ, বিকাল ৩টায়। এতে অংশ নেবেন সাতক্ষীরা সদর বনাম তালা উপজেলা ফুটবল দল।
সেমিফাইনাল-২ খেলা অনুষ্ঠিত হবে ৯ মার্চ, বিকাল ৩টায়। এতে অংশ নিবেন সাতক্ষীরা পৌরসভা বনাম দেবহাটা উপজেলা ফুটবল দল। এরপর সেমিফাইনাল-১ ও সেমিফাইনাল-২ এর বিজয়ী দলের সমন্বয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
সমগ্র খেলা উপভোগ করার জন্য পুলিশ সুপার সাতক্ষীরা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ জেলার সর্বস্তরের ফুটবলপ্রেমীদের অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ আয়োজক কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। কিন্তু সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে দিন দিন খেলাটি ঐতিহ্য ও জনপ্রিয়তা হারাচ্ছে। খেলাধূলার মাধম্যে যুব সমাজকে সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখা সম্ভব। ক্রীড়াঙ্গনে এ জেলার অনেক সুনাম রয়েছে। সাবিনা, সৌম্য সরকার ও মোস্তাফিজ এ জেলাকে বিশ্বের দরবারে পরিচিত করেছে। আগামী দিনে জেলার ক্রীড়াঙ্গণের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।