♠♠♠
জেলা প্রশাসন সাতক্ষীরার আয়োজনে রবিবার সকাল ১০ ঘটিকার সময় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক আইন-শৃংঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসক মোহাম্মাদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃসাজ্জাদুর রহমান,৩৮ বিজিবি'র অধিনায়ক লে.কর্ণেল মোস্তাফিজুর রহমান,সিভিল সার্জন ডাঃতৈহিদুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক অনিন্দিতা রায়,সরকারী কলেজের অধ্যক্ষ সুদেব কুমার,সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব তহমিনা খাতুন,কলারোয়া উপজেলার নির্বাহী অফিসার মনিরা খাতুন,দেবহাটা উপজেলার নির্বাহী অফিসার হাফিজ আল আসাদ,শ্যামনগর উপজেলার নির্বাহী অফিসার কামরুজ্জামান,আশাশুনির ইউএনও জনাব মাফ্ফারা তাছনিন সহ অন্যান্য উপজেলার ইউএনও গণ সভায় উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি ও জেলার আইন-শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান পুলিশ সুপার জনাব সাজ্জাদুর রহমান তাঁর শুভেচ্ছা ব্যক্তব্যে বলেন,সরকারের নির্দেশনা মোতাবেক আমাদের জেলা পুলিশ নিরলস ভাবে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে যাচ্ছে প্রতিনিয়ত।প্রতি দিন মাদক দ্রব্য ক্রয় বিক্রয় বা সেবন করার অপরাধে জেলার বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রেতা কে গ্রেপ্তার করা হচ্ছে এবং তাদের কে সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদাণ করা হচ্ছে প্রতি নিয়ত।
বিজিবি'র পক্ষ থেকে ৩৮ বিজিবি'র লে.কর্ণেল জনাব মোস্তাফিজুর রহমান বলেন,আমাদের বিজিবি সৈনিকরা অতন্দ্র প্রহরী হয়ে দিন রাত ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্ন ভাবে সদর উপজেলার ভোমরা,ঘোনা,গাজিপুর,বৈখারী,কাকডাঙ্গা সহ অন্যান্য সিমান্তবর্তী এলাকায় কঠোর নজরদারি রেখেছেন।তিনি আরো বলেন কোন প্রকার পিয়াজ-রসুন ও চোরাইপথ দিয়ে আনা যাবেনা।আর মাদক তো অনেক দুরে কথা।
আইন শৃংঙ্খলা কমিটির সদস্য হিসাবে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেম্বার অফ কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু,দেবহাটা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা আলহাজ্জ আব্দুল গনি সহ সকল উপজেলার চেয়ারম্যান গণ।এছাড়া সভায় সকল উপজেলার সহকারী কমিশনার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃন্দ উক্ত সভায় উপস্থিত ছিলেন।