রফিক মন্ডল(কোটচাঁদপুর)ঝিনাইদহ:বৃহস্পতিবার ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং শোক র্যালি এবং আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়। র্যালীতে নেতৃত্ব প্রদান করেন কোটচাঁদপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাজনীন সুলতানা।এসময় র্যালীতে আরো উপস্থিত ছিলেন কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মাহবুব আলম, কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সভানেত্রী জনাব শরিফুন্নেছা মিকি, পৌর আওয়ামীলীগের আহবায়ক অধ্যাপক জনাব ফারজেল হোসেন মন্ডল, যুগ্ম আহবায়ক শহিদুজ্জামান সেলিম, পৌর মেয়র মোঃ জাহিদুল ইসলাম, কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জনাব ডাঃ আব্দুর রশিদ, কোটচাঁদপুর সরকারী কেএমএইচ ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ জনাব পরিমোল মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব তাজুল ইসলাম, কোটচাঁদপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ ইসাহক আলী, আওয়ামীলীগ ও তাঁর সহযোগী সংগনের নেতাকর্মী সমর্থক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান সহ শ্রেনিপেশাজীবী মানুষের ঢল নামে।
এদিকে কোটচাঁদপুর উপজেলা পরিষদের মিলনায়তনে কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের উদ্যােগে এক আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়। সভায় কোটচাঁদপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাজনীন সুলতানার সভাপতিত্বে অনু্ষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ -৩ আসনের মাননীয় জনাব এ্যাডঃ শফিকুল আযম খাঁন চঞ্চল। এছাড়াও বক্তব্য রাখেন কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সভানেত্রী মোছাঃ শরিফুন্নেছা মিকি, কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধরন সম্পাদক জনাব শাহাজান অালী, কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মাহবুব আলম, পৌর আওয়ামীলীগের আহবায়ক অধ্যাপক ফারজেল হোসেন মন্ডল। অনুষ্ঠানটি পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব মুন্সী ফিরোজা সুলতানা।