টানা তৃতীয় বারের মত খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ এসপি হওয়াতে সাতক্ষীরা জেলার সকল থানার ওসিদের পক্ষ থেকে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম কে অভিনন্দন জানানো হয়েছে।শনিবার রাত ১০ টায় পুলিশ লাইন্সের ড্রিল সেডে সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠানে জেলার সকল থানার ওসি পুলিশ সুপার কে ক্রেষ্ট দিয়ে অভিনন্দন জানান।
কলারোয়া থানার ওসি মোহা মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে তালা থানার ওসি মোমিনুল ইসলাম,সদর থানার ওসি মহিতুল ইসলাম,কালিগঞ্জ থানার ওসি মামুন রহমান,দেবহাটা থানার ওসি বাবুল আক্তার,শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ,আশাশুনি থানার ওসি বিশ্বজি কুমার, ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ মিলে একটি দৃষ্টি নন্দন ক্রেষ্ট পুলিশ সুপারের হাতে তুলে দেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) আমিনুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আতিকুল ইসলাম,সদর সার্কেল এডিশনাল এসপি মীর আসাদুজ্জামান, তালা সার্কেল এএসপি সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।