ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান, বিপিএম(বার), পিপিএম(বার) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
![]()
আজ রবিবার সকালে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার । শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট শাহাদাতবরণকারী সকলের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। পরে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
![]()
এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারবৃন্দ, যুগ্ম পুলিশ কমিশনার গণ,গোপালগঞ্জের পুলিশ সুপার সহ ডিএমপির উপ-পুলিশ কমিশনার সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
![]()
উল্লেখ্য যে, হাবিবুর রহমান, বিপিএম(বার), পিপিএম(বার) ডিএমপির ৩৬তম পুলিশ কমিশনার হিসেবে গত শনিবার (৩০ সেপ্টেম্বর ২০২৩ খ্রি.) যোগদান করেছেন।