প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২২, ৬:৪৫ অপরাহ্ণ
ট্রাকের চাপায় অন্তঃসত্ত্বা নারী সহ ত জনের মৃত্যুর ঘটনায় সেই ঘাতক ট্রাক চালক আটক
![]()
ময়মনসিংহের ত্রিশালে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে ট্রাকের চাপায় অন্তঃসত্ত্বা নারীসহ তিনজনের মৃত্যুর ঘটনায় সেই ট্রাকের চালক রাজু আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার ঢাকার সাভার থেকে তাঁকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন সকালে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
গত শনিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশালে কোর্ট ভবন এলাকায় সড়ক পার হতে গিয়ে মারা যান রায়মনি গ্রামের জাহাঙ্গীর আলম (৪২), তাঁর স্ত্রী রত্না বেগম (৩২) ও ৬ বছরের কন্যাশিশু সানজিদা। রত্না বেগম অন্তঃসত্ত্বা ছিলেন। দুর্ঘটনার পরপরই সড়কে পড়ে থাকে এক নবজাতক। প্রত্যক্ষদর্শীরা বলেন, রত্নার পেট চিরে জন্ম হয় এই শিশুর। জন্মের পর থেকে শিশুটি ময়মনসিংহ নগরের বেসরকারি লাবীব হাসপাতালে চিকিৎসাধীন।
সুত্র - প্রথম আলো নেট।
Copyright © 2025 Update Satkhira. All rights reserved.