ট্রাফিক সচেতনতা প্রচার সপ্তাহের চতুর্থ দিনেও বসে নেই সাতক্ষীরার ট্রাফিক পুলিশ।বৃহম্পতিবার বেলা ১২ টার দিকে সাতক্ষীরা সরকারী মহিলা কলেজে শিক্ষার্থীর সাথে ট্রাফিক বিষয়ক সচেতনতা মুলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।উক্ত ক্যাম্পেইনে শিক্ষার্থীদের সড়কে নিরাপদ চলাচলে করণীয় শীর্ষক আলোচনা করা হয়।সাতক্ষীরা মহিলা কলেজের প্রিন্সিপালের সভাপতিত্বে উক্ত ক্যাম্পেইনে সড়কে নিরাপদ চলাচলে দিক নির্দেশনা মুলক ব্যক্তব্য প্রদান করেন ট্রাফিক ইন্সপেক্টর মোঃ মোমিন হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর আবু হাসান মল্লিক প্রমুখ। উক্ত অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সার্জেন্ট মোঃ মুকুল হোসেন, সার্জেন্ট শুভ্রদেব বিশ্বাস সহ অনুষ্ঠানে অংশ নেওয়া কলেজের শতাধিক ছাত্রীরা।
ক্যাম্পেইন শেখে সাতক্ষীরা ট্রাফিক ইন্সপেক্টর হাসান ও সার্জেন মুকুলের নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়কে চলমান বিভিন্ন যানবাহনের চালকদের মাঝে সচেতনতা মুলক লিফলেট বিতরণ করা হয়।
এবিষয়ে সাতক্ষীরা ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর হাসান মল্লিক আপডেট সাতক্ষীরা কে জানান,সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বার এঁর দিক নির্দেশনা মোতাবেক গত ২৫-১১-২০১৯ তারিখ থেকে আগামী ০১-১২-২০১৯ তারিখ পর্যন্ত এ সচেতনতা মুলক প্রচারণা কার্যক্রম চলবে।