ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ-২০২২ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ এপ্রিল ২০২২ খ্রী:রোজ শুক্রবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্স স্কুলে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নিয়োগবোর্ডের সভাপতি ও সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এঁর তত্বাবধানে পরীক্ষা হলে উপস্থিত থেকে পরীক্ষা পর্যবেক্ষণ করেন হেড কোয়াটার থেকে আগত পুলিশ সুপার পদমর্যাদার এক জন কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মো: সজীব খান,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) কনক কুমার দাস,অতিিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মীর আসাদুজ্জামান সহ জেলা পুলিশের সংশ্লিষ্ট পুলিশ অফিসারগণ।
জেলা পুলিশের সুত্র জানায়,যেসব প্রার্থী ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের ১ম ইভেন্ট “শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ”, ২য় ইভেন্টে Physical Endurance Test (দৌড়, পুশআপ, লং জাম্প এবং হাই জাম্প) এবং ৩য় ইভেন্টে “দৌড়, ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলো তারাই আজ লিখিত পরীক্ষা দিয়েছেন। জেলা পুলিশ সাতক্ষীরার পক্ষ থেকে সকল প্রার্থীর জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার।