উদ্যোক্তাদের কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে ডিজিটাল সেবার মানোন্নয়ন ও ডিজিটাল পোস্ট অফিসের আয় বৃদ্ধির লক্ষে সাতক্ষীরায় ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। “তথ্য প্রযুক্তির ব্যবহার করি সমৃদ্ধশীল বাংলদেশ গড়ি” এ প্রত্যয় নিয়ে বাংলাদেশ ডিজিটাল পোস্ট অফিস উদ্যোক্তা ফোরাম, সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার সাতক্ষীরা কাছারীপাড়া পোস্ট অফিস সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বাংলাদেশ ডিজিটাল পোস্ট অফিস উদ্যোক্তা ফোরাম, সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক এসএম মাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।
প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা উদ্যোক্ততাদের কর্মদক্ষতা বৃদ্ধিতে সহয়ক হবে। ডিজিটাল সেবার মানোন্নয়ন হবে এবং ডিজিটাল পোস্ট অফিসের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি বলেন, উন্নত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণে উদ্যোক্তা তাৎপর্য ভুমিকা পালন করবে। কারণ এরাই সাধারণ মানুষের কাছে আধুনিক তথ্যপ্রযুক্তিরর সেবা পৌছে দেবেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মানুষ মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে। ৩০ লাখ শহিদ, দুই লাখ মা বোনের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে। মানুষের মাঝে যখন দেশাত্মবোধ জাগ্রত হবে তখন সে মানবিক গুণ সম্পন্ন মানুষে পরিণত হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক দুর্নীতিমুক্ত পরিবেশবান্ধব সাতক্ষীরা তথা বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে প্রশিক্ষণ কর্মশালা ২০১৯ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। প্রশিক্ষ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলী খান, ডিএলএএস ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব লায়ন এ কে এম মহিউদ্দিন, পোস্ট অফিস পরিদর্শক খুলনা রফিকুল ইসলাম, পোস্ট অফিস পরিদর্শক সাতক্ষীরা অরুন কৃঞ্চ মন্ডল, সাতক্ষীরা ডিসি অফিসের সহকারী কমিশনার জুবায়ের হোসেন।
প্রশিক্ষণ সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন জেলা পোস্ট ই-সেন্টার উদোক্তা ফোরামের সভাপতি আতাউর রহমান এলিট। অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে প্রায় ২শত উদ্যোক্তা উপস্থিত ছিলেন।