সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ীদের নাম ফিরোজ হোসেন রিপন (৩২) ও শিউলি বেগম (৪০)।ডিবি পুলিশ জানায়,সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এঁর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সজীব খান’র সার্বিক তত্ত্বাবধানে সাতক্ষীরা ডিবির নবাগত ওসি তারেক ফয়সাল ইবনে আজিজের নেতৃত্বে এসআই ( মেহেদী হাসান, এএসআাই (নিঃ) গোপাল চন্দ্র বৈদ্য, এএসআই (নিঃ) রাসেল আলী, এএসআই (নিঃ) বিএম তৌহিদুজ্জামান সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে সিংগা বাজারাস্থ তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবা সহ ফিরোজ হোসেন রিপন (৩২) ও শিউলি বেগম (৪০) কে আটক করা হয়।
![]()
আটকের বিষয়টি নিশ্চিত করে ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ জানান,আটককৃতদের বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ সালের ৩৬(১) টেবিলের ১০(ক) এর একটি নিয়মিত মামলা দায়ের করেছে।যাহার মামলা নং নং-২৫, তারিখ- ১৮/০৬/২০২৩।ওসি ডিবি আরো জানান,আটককৃতদের বিঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।