সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ জানুয়ারি সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ কল্যান সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। কল্যাণ সভায় পুলিশ সুপার অফিসার অফ ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সেগুলো তাৎক্ষণিক সমাধান করে দেন।এ সময় পুলিশ সুপার ফোর্সের উদ্দেশ্যে সার্ভিস রুল মেনে চলা, মেসে উন্নত খাবার পরিবেশন, রুলস রুলস ড্রেস মেনে পরিধান করা, ছুটি oটিয়ে বিলেন ন্যায্যতা রাখা, স্বাস্থ্য সচেতনতা ও ব্যক্তিগত আবাসস্থলের পরিচ্ছন্নতা রাখা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহার করা সহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় পুলিশ সুপার ডিসেম্বর/২৩ মাসের কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ অফিসার ফোর্সের ভালো কাজের ও স্বীকৃতি স্বরুপ সন্মাননা পুরস্কার ও নগত অর্থ প্রদান করেন।
ডিসেম্বর মাসের কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ তদারকি সার্কেল অফিসার হিসাবে তালা সার্কেলের এএসপি সাজ্জাদ হোসেন পুলিশ সুপারের নিকট থেকে সন্মাননা ক্রেষ্ট ও নগত অর্থ গ্রহণ করেন।
অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় রেকর্ডব্রেক পরিমান মাদক উদ্ধার করে ডিবির শ্রেষ্ঠ এসআই হিসাবে পিন্টু লাল দাস পুলিশ সুপারের নিকট থেকে সন্মাননা ক্রেষ্ট ও নগত অর্থ গ্রহণ করেন।
এছাড়া ডিএসবির শ্রেষ্ঠ এসআই হিসাবে মো: হাবিবুর রহমান পুলিশ সুপারের নিকট থেকে সন্মাননা ক্রেষ্ট ও নগত অর্থ গ্রহণ করেন।
কল্যাণ সভায় বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন কালিগঞ্জ থানার এস আই নকিব পান্নু,পুলিশ লাইন্সের এসআই সিদ্দিকুর রহমান খান।শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল কর্মকর্তা হিসেবে বুধহাটাা তদন্ত কেন্দ্রের এ এস আই আলমগীর হোসেন পুলিশ সুপারের নিকট থেকে সন্মাননা পুরুস্কার পেয়েছেন।
কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারশন) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মো: আমিনুল ইসলাম,সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, কালিগঞ্জ সার্কেল এডিশনাল এসপি আমিনুর রহমান, দেবহাটা সার্কেল এডিশনাল এসপি এসএম জামিল আহমেদ, পুলিশ লাইন্স হসপিটালের ডা:সুমন হোসেন,জেলা ট্রাফিক পুলিশের টিআই প্রশাসন শ্যামল কুমার চৌধুরী, সদর থানার ওসি মো: মহিদুল ইসলাম,বিশেষ শাখার ডিআইওয়ান ইয়াছিন আলম চৌধুরী, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ সহ সকল থানার অফিসার ইনচার্জ গণ উপস্থিত ছিলেন।