শতভাগ পুলিশিং সেবা নিশ্চিত করতে খুলনার ডুমুরিয়া থানা পুলিশের আয়োজনে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বেলা ১১ টায় ডুমুরিয়া থানার কম্পাউন্ডে এ উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃআমিনুর রহমান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃসজিব খান।সভায় প্রধান অতিথি উপস্থিত জনগণের কাছে তাদের সমস্যা সমুহ ধৈর্য ধরে শোনেন এবং সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। সভায় পুলিশ সুপার বলেন ডুমুরিয়া এলাকায় কোন দোকানে সন্ধারপর কেরামবোর্ড খেলা যাবেনা এবং দোকানে টিভি ছেড়ে হৈ হুল্লোড় করা যাবেনা। তিনি বলেন রাত ১০টার পর বাজারের সকল দোকান বন্ধ করতে হবে।মানুষের জানমালের নিরাপত্তার কথা ভেবে পুলিশ সুপার হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করার দিক নির্দেশনা দেন ডুমুরিয়া থানার ওসিকে।
এসময় উন্মুক্ত আলোচনা সভায় ডুমুরিয়া উপজেলার জনপ্রতিনিধি,সকল বাজার মালিক,ব্যবসায়ী,গ্রাম্য চৌকিদার সহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।