ডেঙ্গু পরিস্থিতি ও ডেঙ্গু বিস্তার রোধে সার্বিক অগ্রগতি সম্পর্কে জনসচেতনতামূলক পর্যালোচনা এবং মতবিনিময় সভা বৃহস্পতিবার বৃহস্পতিবার বিকেল ৪টায় অফির্সার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। তিনি বলেন, ডেঙ্গু সাতক্ষীরা জেলায় ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে যা এখনও নিয়ন্ত্রণে আসেনি। আজও কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৭ জন ডেঙ্গু পরীক্ষা করিয়েছে তাদের মধ্যে ৮ জন শনাক্ত হয়েছে। এমতাবস্থায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা মানুষ গড়ার কারিগর। তাই ব্যক্তিগত দায়িত্ববোধ থেকে প্রত্যেকে বিদ্যালয় ছুটির পর বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকায় বাড়ি বাড়ি সচেতনতার লক্ষ্যে কাজ করুন।
উপজেলা প্রশাসনের আয়োজনে ন্যাশনাল সার্ভিস কর্মী মাসুম বিল্লাহ’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এইচএম গোলাম রেজা, উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন, উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন, বড়শিমলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আন্তজার্তিক প্রশিক্ষণপ্রাপ্ত গাজী মিজানুর রহমান, শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ কুমার দে, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্র নাথ বাছাড়, মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্যসহ বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
Patrodut net