কেএম রেজাউল করিম: ”সচেতন হোন, ডেঙ্গু প্রতিরোধ করুন” এই স্লোগানকে সামনে রেখে দেবহাটা প্রেসক্লাবের আয়োজনে বুধবার সকাল ১১টায় কুলিয়া শহীদ মিনার চত্তর ডেঙ্গু সচেতনতা র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে র্যালীটি কুলিয়া শহীদ মিনার চত্তরে থেকে বাজার প্রদিক্ষন শেষ দেবহাটা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ডেঙ্গু সচেতনতা পথ সভা অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলার ৫টি ইউনিয়নে বিভিন্ন স্থানে এডিস মশা নিধনের জন্য স্প্রে, মশার কয়েল ও লিফলেট বিতরন করা হয়।
উক্ত ডেঙ্গু সচেতনতা অনুষ্ঠানে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সুজন ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন বলেন, ডেঙ্গুতে উদ্বেগ, ভয় ও আতঙ্ক নয়, সমাজের সকল নাগরিক সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব। মশার সম্ভাব্য উৎপত্তিস্থল সমুহ বিনষ্ট করতে হবে। পাশাপাশি দিনে বা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারী ব্যবহার করতে হবে। তাছাড়া ডেঙ্গুতে আক্রান্ত নিয়ে উদ্বিঘœ, ভীত ও আতঙ্কিত না হয়ে ডেঙ্গু মোকাবেলায় সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানা ইনচার্জ বিপ্লব কুমার সাহা, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আল ফেরদৌস আলফা, সাবেক উপজেলা চেয়ারম্যান স,ম, গোলাম মোস্তফা, সাবেক সাতক্ষীরা জজ কোটের পিপি এ্যাড:ওসমান গনি, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বিজয় ঘোষ সহ দেবহাটা প্রেসক্লাবের সহ-সভাপতি ওয়ারেছীন কবির, সহ-সভাপতি দিপঙ্কর বিশ্বাস, সহ-সভাপতি আবীর হোসেন লিয়ন, সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুল, যুগ্ন-সম্পাদক লিটন ঘোষ বাপি, সাংগঠনিক সম্পাদক সজল ইসলাম,কোষাধ্যক্ষ সন্ন্যাসী মন্ডল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম বাদল, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, তথ্য বিষয়ক সম্পাদক এস এম মজনুর রহমান, সমাজ কল্যান সম্পাদক ডা: আমিরুল ইসলাম, কার্য্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম বাবু, কার্য্যনির্বাহী সদস্য আক্তার হোসেন, কার্য্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম, কার্য্যনির্বাহী সদস্য শাহাদাৎ হোসেন, কার্য্যনির্বাহী সদস্য মাহামুদুল হাসান, কুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বকুল হোনের, সাধারণ সম্পাদক মহরম ইসলাম প্রমূখ
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুল।