ডেঙ্গু প্রতিরোধে ও মশক নিধনে সাতক্ষীরায় সচেতনতা মূলক র্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও সাতক্ষীরা এনজিও সমন্বয় কমিটির আয়োজন বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসক চত্বর থেকে উক্ত র্যালিটি বের হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো জেলা প্রশাসক চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন, সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।
র্যালিতে এ সময় আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) মোহাম্মদ ইলতুৎ মিস, অতিরিক্ত জেলা প্রশাসক মো: বদিউজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোসনা দত্ত প্রমুখ। র্যালি শেষে ডেঙ্গু প্রতিরোধে সচেতনমূলক লিফলেট বিতরণ করা হয় এবং মশক নিধনে শহরের বিভিন্ন স্থানে ফগার মেশিন দিয়ে ঔষধ ছিটানো হয়।