ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে সাতক্ষীরায় ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় আসায় দুর্যোগ মোকাবেলায় তালা উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে।
উপজেলায় সতর্কতা জারি করা হয়েছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে স্ব স্ব এলাকায় মাইকিং করে জনগনকে নিরাপদে থাকতে বলা হয়েছে।
এরই মধ্যে তালা উপজেলায় ১০৪ টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৫ হাজার মানুষ আশ্রয় নিয়েছে।
শনিবার রাতে খলিলনগর ইউনিয়নের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণকারী মানুষের মধ্যে শুকনা খাবার মোমবাতি দিয়াশলাই বিতরণ করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
এ সমায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন,তালা থানার ওসি মেহেদী রাসেল,সাবেক চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু,ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু প্রমুখ।