নিজস্ব প্রতিবেদক:
খ্রিষ্টান ধর্মালম্বীদের সবচেয়ে’ বড় ধর্মীয় উৎসব “বড়দিন” তালায় উৎসবমূখর পরিবেশের মধ্যদিয়ে পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে খ্রিষ্টান ধর্মালম্বী ক্যাথলিক, এফসিসিবি, বিএফবিসি, এসডিও ও ঈসায়ী চার্চসহ সকল মতবাদীরা একযোগে এদিন ধর্মীয় উৎসব পালন করেন। বড়দিন উপলক্ষ্যে সোমবার সকালে তালার গোনালী এফসিসিবি চার্চ’এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান হাফিজুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম ও তালা রিপোটার্স ক্লাবের সাধারণ বি.এম. জুলফিকার রায়হান। বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন এর তালা উপজেলা সভাপতি শমূয়েল সরকার শান্ত’র পরিচালনায় বক্তব্য রাখেন রেভা. রঘুনাথ সরকার, এফসিসিবি’র সাধারণ সম্পাদক রনজিৎ দাশ, সঙ্গীত শিক্ষক সুদর্শন গুহ প্রমুখ বক্তব্য রাখেন। পরে, অনুষ্ঠানের প্রধান অতিথি- তালা থানা ওসি মো. হাসান হাফিজুর রহমান কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন। এসময় খ্রিষ্টান সম্প্রদায়ের নারী, পুরুষ ও শিশুরা উপস্থিত ছিলেন। এছাড়া তালার নেহালপুর এসডিএ মিশন চত্বরে বড়দিনের অনুষ্ঠানে তালা রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক বি.এম. জুলফিকার রায়হান, মাগুরা ইউনিয়ন যুবলীগের আহবায়ক আতাউর রহমান, পাষ্টর বাসুদেব অধিকারী, মিশন’র নেতা সাধন দাশ, গোবিন্দ দাশ ও বনমালী দাশ প্রমুখ উপস্থিত ছিলেন। এখানে দিনব্যপী ক্রীড়া প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন সহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অন্যদিকে ঈসায়ী চার্চ অব বাংলাদেশের উদ্যোগে জগদানন্দকাঠি চার্চে বড়দিনের অনুষ্ঠান পালক দানিয়েল বি. সরকার এর নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলার বিভিন্ন চার্চে অনুরুপ বড়দিন পালিত হয়।
তালা সার্কেলের সিনিয়র সহাকারী পুলিশ সুপার জনাব আতিকুর রহমানের নির্দেশনা মোতাবেক কোন রকম বিশৃংঙ্খলা ছাড়াই তালায় শুভ বড় দিনের অনুষ্ঠান উৎসব মুখোর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সূত্রঃ Daily Satkhira.com