ঘূর্ণিঝড় বুলবুল’র তান্ডেবে ক্ষতিগ্রস্থদের জন্য সরকারী ভাবে বরাদ্দ দেয়া ত্রাণ সামগ্রী ও অন্যান্য সহায়তা বিতরনকালে কেউ অনিয়ম করলে অভিযুক্তকে তাৎক্ষনিকভাবে জেলে পাঠানো হবে বলে হুশিয়ারী করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল ৩টায় দেবহাটার পারুলিয়াতে ঘূর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরনকালে সংশ্লিষ্টদের হুশিয়ার করে জেলা প্রশাসক একথা বলেন। তিনি বলেন, ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্থদের জন্য সরকার যখন যে সহায়তা প্রদান করবে, তাৎক্ষনিকভাবে সেগুলো সুষ্ঠভাবে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিতরণ করা হবে। এসকল সহায়তা বিতরণে কেউ অনিয়ম করলে বরদাশত করা হবেনা। কোন সরকারী কর্মকর্তাও যদি ত্রান সহায়তা বিতরণে অনিয়ম করে তাহলে তাকেও তাৎক্ষনিকভাবে জেলে পাঠানো হবে।
তিনি আরো বলেন, বর্তমানে স্ব স্ব উপজেলার ক্ষতিগ্রস্থদের তালিকা প্রনয়নের কাজ চলছে। এক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্থদের নাম তালিকায় অর্ন্তভুক্ত করতে হবে। পাশাপাশি ঝড়ে উপড়ে ও ভেঙে পড়া সরকারী গাছ সংরক্ষনের জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। পরে পারুলিয়া ইউনিয়নের ৪০ জন ক্ষতিগ্রস্থদের মাঝে ২০ কেজি করে চাল বিতরন করেন তিনি। এসময় সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালেরচিত্র পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক নুর ইসলাম, নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, দৈনিক আজকের সাতক্ষীরার সম্পাদক মহসীন হোসেন বাবলু, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউপি সদস্য ফরহাদ হোসেন হীরা, আব্দুল আলিম সালাহউদ্দীন শরাফী, ফারুক হোসেন, ইয়ামিন মোড়ল, গাজী শহীদুল্যাহ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।