মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদরে ইউপি নির্বাচন পরবর্তী কর্মসূচি ও সমসাময়ীক পরিস্থিতি নিয়ে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে আওয়ামী লীগের তৃণমুল নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির আহবানে ও সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় এমপি রবি বলেন,“দলের মধ্যে কোন দ্বন্দ ও বিভেদ থাকলে সামগ্রীক উন্নয়ন বাঁধাগ্রস্থ হয়। সকলকে দেশ ও দলের স্বার্থে ঐক্যবদ্ধভাবে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। ঐক্যবদ্ধ থাকলে বিরোধী দল বা কোন স্বার্থান্বেষী মহল মাথাচাড়া দিয়ে উঠতে পারবেনা। গত ১১ নভেম্বর সাতক্ষীরা সদরের ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে দলীয় নৌকার বিরুদ্ধে অনেক বিদ্রোহী প্রার্থী ছিল। ফলে কোথাও নৌকা আবার কোথাও বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছে। ফলশ্রুতিতে নির্বাচন পরবর্তীকালে বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নেতা-কর্মীদের মধ্যে মতভেদ বা মতবিরোধ সৃষ্টি হয়েছে। এঅবস্থা থেকে উত্তরণের জন্য মতভেদ দূরীকরণ ও সংগঠনকে শক্তিশালী করার জন্য আমি আজকের এই মতবিনিময় সভার আয়োজন করেছি। আপনাদের সকলের মতামতের ভিত্তিতে সঠিক ও বাস্তব সম্মত সিদ্ধান্ত গ্রহণ করতে চায়। আমরা সকলে মিলে সুষ্ঠ ও সুন্দরভাবে সমাধান করবো। মতভেদ থাকা স্বাভাবিক। কিন্তু আমরা কেউ দলের উর্দ্ধে নই। সবকিছুর উপরে দল। তাই ব্যক্তিস্বার্থকে বড় না করে দলের স্বার্থকে বড় করে দেখতে হবে। সকল সমস্যার সমাধানে আমরা দলীয়ভাবে বৈকারী ইউনিয়ন দিয়ে শুরু করবো সকল ইউনিয়নের বিভেদ ও দ্বন্দ নিরসন করতে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশারী করতে এবং আগামী ২০২৩ সালের নির্বাচনে তাকে জয়লাভ করাতে আমাদের ঐক্যের কোন বিকল্প নেই।”
ইউপি নির্বাচন পরবর্তী কর্মসূচি নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. কামরুল ইসলাম, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মিজানুর রহমান, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক তাপষ আচার্য্য, বৈকারী ইউপি চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল, ঘোনা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাদের, বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কওছার আলী মোড়ল, সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শেখ মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর, সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম গাজী, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সামছুর রহমান, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শওকাত আলী, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (বাবু সানা), কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তায়জুল ইসলাম, বল্লী ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী, সাধারণ সম্পাদক অমরেন্দ্র নাথ ঘোষ, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহামান (ময়ুর ডাক্তার), আওয়ামী লীগ নেতা মো. শাহিদুল ইসলাম প্রমুখ। এসময় সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমুল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।