সারাদেশে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে মন্তব্য করেছেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন। রোববার সকালে ভিকারুন নিসা নুন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরিদর্শন করে তিনি একথা বলেন।
জাবেদ পাটোয়ারী এ সময় বলেন, নির্বাচনের আগের দিন রাতে দেশের বিভিন্ন জায়গায় অপ্রীতিকর কোন ঘটনার অভিযোগ পাওয়া যায়নি। তিনি আরও বলেন, বিরোধী দলের পোলিং এজেন্ট যদি কেন্দ্রে না আসে তাহলে তাদের তো জোর করে আনা যাবে না। তবে তাদের কেন্দ্রে নিরাপত্তার মধ্য দিয়েই নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে।
জাবেদ পাটয়ারী বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশি পর্যবেক্ষণের প্রসঙ্গে বলেন, নির্বাচনের পরিবেশ নিয়ে তারা সন্তুষ্ট। ভোটারদের নিশ্চিত মনে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে পুলিশের মহাপরিদর্শক বলেন, আপনাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের।
আইজিপি বলেন, বিচ্ছিন্ন ঘটনার মধ্যে নির্বাচনী সহিংসতায় চট্টগ্রামে পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছে। ভৈরবে পুলিশের একটি অস্ত্র ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। নোয়াখালীর একটি কেন্দ্রে ব্যালট বক্স ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। সেটি পরে উদ্ধার করা হয়েছে। নির্বাচন শেষে ব্যালট বাক্স সরানোর জন্য কি প্রস্তুতি নেওয়া এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেই পরিস্থিতি মোকাবেলার জন্য সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
বেশ কয়েকটি কেন্দ্রে পুলিশ সাংবাদিকদের ঢুকতে না দেওয়ার ব্যাপারে আইজিপি বলেন, সব কেন্দ্রে আমাদের সিনিয়র কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। কেন্দ্রের ঢোকার ব্যাপারে তারা সহয়তা করবেন। নির্বাচনের ফলাফল নিয়ে তিনি বলেন, সব প্রতিদ্বন্দ্বী দলই বিজয়ী হওয়ার চেষ্টা করবে ফলে সহিংসতার আশঙ্কা থেকেই যায়। আমরা এমন পরিস্থিতি মোকাবেলায় সব রকম প্রস্তুতি রেখেছি।