শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ পুলিশ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এ লক্ষ্যে পুলিশের নিম্নোক্ত পরামর্শ গ্রহণের জন্য সম্মানিত পূজারী/ভক্তগণকে অনুরোধ জানানো হচ্ছে।
১. করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মন্দিরে বা পূজা মণ্ডপের প্রবেশ পথে থার্মাল স্ক্যানার স্থাপনসহ হাত ধোয়া ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা।
২. মন্দির ও আশেপাশের এলাকায় জীবাণুনাশক স্প্রে করার জন্য আয়োজকদের অনুরোধ করা হচ্ছে।
৩. পূজা মণ্ডপে আগত সকলের মাস্ক পরিধান নিশ্চিত করা।
৪. মণ্ডপে একসাথে ২৫ জনের অধিক ভক্ত বা দর্শনার্থীর প্রবেশ সীমিত রাখতে আয়োজকদের অনুরোধ জানানো হচ্ছে।
৫. পূজা মণ্ডপে আগত পুরুষ ও মহিলা দর্শনার্থীদের জন্য পৃথক প্রবেশ ও নির্গমন পথের ব্যবস্থা রাখুন।
৬. মণ্ডপে পূজা উদযাপন কমিটি কর্তৃক পর্যাপ্ত আলো, স্ট্যান্ডবাই জেনারেটর, চার্জার লাইট, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা করার জন্য আয়োজকদের অনুরোধ করা হচ্ছে।
৭. পূজা চলাকালীন পার্শ্ববর্তী মসজিদে আজান ও নামাজের সময় উচ্চ শব্দ যন্ত্রের ব্যবহার সীমিত রেখে অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে অনুরোধ করা হচ্ছে।
৮. সামাজিক যোগাযোগ মাধ্যম, ব্লগ এবং মোবাইল ফোনের মাধ্যমে বিভ্রান্তিমূলক পোস্ট, ছবি আপলোড করে কেউ গুজব ছড়ানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করুন।
৯. প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা ও বিসর্জনের সময় আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের সহায়তা নিন।
১০. সন্ধ্যার পর মন্দিরে বা পূজা মণ্ডপে সমাবেশ এবং আরতি বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হচ্ছে।
যেকোন জরুরি প্রয়োজনে 999 অথবা নিম্নোক্ত মোবাইল নম্বর যোগাযোগ করুনঃ
পুলিশ কন্ট্রোল রুম, পঞ্চগড়
01320-139298
হটলাইন নম্বর
01320-139299
ওসি, পঞ্চগড় সদর থানা
01320-138371
ডিউটি অফিসার, পঞ্চগড় সদর থানা
01320-138376
ওসি, বোদা থানা
01320-138397
ডিউটি অফিসার, বোদা থানা
01320-138402
ওসি, আটোয়ারী থানা
01320-138423
ডিউটি অফিসার, আটোয়ারী থানা
01320-138428
ওসি, তেঁতুলিয়া মডেল থানা
01320-138449
ডিউটি অফিসার, তেঁতুলিয়া মডেল থানা
01320-138454
ওসি, দেবীগঞ্জ থানা
01320-138475
ডিউটি অফিসার, দেবীগঞ্জ থানা
01320-138480
অনুরোধক্রমে....
মোহাম্মদ ইউসুফ আলী,পুলিশ সুপার,পঞ্চগড়।