বিগত ঈদগুলোতে যাত্রী সাধারণের নির্বিঘ্নে চলাচলের জন্য যেসব পদক্ষেপ নেয়া হয়েছিল, সেসব পদক্ষেপের ধারাবাহিকতা বজায় রেখে এবারের ঈদেও যাত্রীসেবা নিশ্চিত করতে হবে। আমাদের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করতে হবে। ঈদে কোন ধরনের দুর্ঘটনা দেখতে চাইনা, সারাদেশের মানুষকে নিয়ে আনন্দে ঈদ কাটাতে চাই।
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি আজ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে ঈদ ব্যবস্থাপনা সংক্রান্ত বৈঠকে এসব কথা বলেন।
এর আগে প্রতিমন্ত্রী দৌলতদিয়া ফেরিঘাট ও লঞ্চঘাট পরিদর্শন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য কাজী কেরামত আলী, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাস, বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমডোর এম মাহবুব উল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন ও গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী বলেন, ভয়ভীতি দেখিয়ে, বোমা ফাটিয়ে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করা যাবেনা। শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল। তাঁর নেতৃত্বেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সাথে দেশ পরিচালনা করছেন। জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধকতা মোকাবেলা করে দেশের উন্নয়নে কাজ করছেন। এক্ষেত্রে তিনি বিশ্বে একটি সুনামের জায়গায় পৌঁছে গেছেন। তিনি বলেন, ভাঙ্গণ রক্ষা করেই নদীতে ড্রেজিং করা হবে।