সিটিজেন জার্নালিস্ট,সাতক্ষীরা: কুলিয়া ইউনিয়নে মাদক, জঙ্গী, সন্ত্রাস, বাল্যবিবাহ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় দেবহাটা থানা পুলিশের আয়োজনে কুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী। বিশেষ অতিথি ছিলেন ওসি(তদন্ত) উজ্জল কুমার মৈত্র।
সমাবেশে প্রধান অতিথির ব্যক্তবে দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী বলেন,একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আজকের এই জঙ্গী-মাদক ও সন্ত্রাস বিরোধী জনসভার আয়োজন করা হয়েছে।আমরা চাই দেবহাটায় উৎসব মূখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।মানুষ ভোট কেন্দ্রে এসে শান্তিপূর্ণ ভাবে ভোট দিয়ে চলে যাবে।ভোট মানুষের গনতান্ত্রিক অধিকার। পুলিশের কাজ হলো মানুষ যেন শান্তিপুর্ন ভাবে নিজের ভোটাধিকার আদায় করতে পারে সেটি নিশ্চিত করা।ওসি আরো বলেন নির্বাচন কমিশনারের নির্দেশনা মোতাবেক প্রার্থীরা রাস্তা থেকে ব্যানার,ফেস্টুন,প্যানা লিফলেট ইত্যাদি সরিয়ে ফেলবেন।কোন রকম নির্বাচনী আচারন বিধি লঙ্ঘন করা যাবেনা।ওসি আরো বলেন ভোট চলাকালীন সময়ে কেউ যেনো অবৈধ ভারী অস্ত ও মাদক বহণ করতে না পারে সেজন্য আমাদের সাব-ইন্সপেক্টরগণ সর্বদা তৎপর থাকবেন।ভোটের দিন বৈধ কাগজপত্র ছাড়া কেউ মটর সাইকেল রাস্তায় নামাতে পারবেন না।মটর সাইকেলে দুই জন আরোহীর বেশি তিন তোলা যাবেনা এবং দুই জন কেই হেলমেট পরিধান করতে হবে।তাছাড়া কোন কুচক্রি মহল যদি নির্বাচন চলাকালীন সময়ে নাশকতা মূলক কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করে,তাহলে পুলিশ তাদের কে কঠোর হস্তে দমন করবে।
সমাবেশে দেবহাটা থানার সাব-ইন্সপেক্টর মামুনুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা থানার সেকেন্ড অফিসার সাব-ইন্সপেক্টর ইয়ামিন আলী,সাব-ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য প্রেম কুমার, ভরত চন্দ্র, অচিন্ত্য মন্ডলসহ স্থানীয় ধর্মীয় নেতা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এসময় মাদক, জঙ্গী-সন্ত্রাস, বাল্যবিবাহ প্রতিরোধ করাতে সকলকে একত্রে কাজ করার অনুরোধ জানান।