কে এম রেজাউল করিম দেবহাটা ব্যুরো: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেবহাটা উপজেলা পরিষদের উপ-নির্বাচন। উক্ত উপ-নির্বাচনে ৩ জন প্রার্থীর মনোনয়ন চুড়ান্ত পরবর্তী মঙ্গলবার (২৪ নভেম্বর) রিটার্নিং কর্মকর্তা জেলা নির্বাচন অফিসার কর্তৃক প্রতিক বরাদ্দ চুড়ান্ত করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কেউ প্রত্যাহার না করায় মঙ্গলবার তাদের প্রতিক চুড়ান্ত করা হয়। জানা গেছে, দেবহাটা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকার মাঝি হিসেবে দায়িত্ব পেয়েছেন ৪নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান। অপর দিকে জেলা আওয়ামীলীগের সাবেক কমিটির সদস্য রফিকুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে পেয়েছেন আনারস প্রতিক এবং ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত প্রার্থী হিসেবে কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ অজিয়ার রহমান পেয়েছেন আম প্রতিক। উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, দেবহাটা উপজেলার সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী উপজেলার ৫টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা রয়েছে ১ লক্ষ ১২ হাজার ৪ শত ১২ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৫৭ হাজার ১ শত ৫ জন ও মহিলা ভোটার ৫৫ হাজার ৩ শত ৭ জন। ৫টি ইউনিয়নের পরিসংখ্যান অনুযায়ী কুলিয়া ইউনিয়নে মোট ভোটার ২৫ হাজার ৬ শত ৮৬ জন। তার মধ্যে পুরুষ ১৩ হাজার ১ শত ১২ ও মহিলা ১২ হাজার ৫ শত ৭৪ জন। পারুলিয়া ইউনিয়নে মোট ভোটার ২৭ হাজার ৮ শত ৪৫ জন। তার মধ্যে পুরুষ ১৪ হাজার ১ শত ৩৬ ও মহিলা ১৩ হাজার ৭ শত ৮ জন। সখিপুর ইউনিয়নে মোট ভোটার ১৮ হাজার ৪ শত ৩২ জন। তার মধ্যে পুরুষ ৯ হাজার ৩ শত ৬৬ ও মহিলা ৯ হাজার ৬৬ জন। নওয়াপাড়া ইউনিয়নে মোট ভোটার ২৫ হাজার ৩ শত ৭৫ জন। তার মধ্যে পুরুষ ১২ হাজার ৯ শত ৭১ ও মহিলা ১২ হাজার ৪ শত ৪ জন। এছাড়া দেবহাটা সদর ইউনিয়নে মোট ভোটার ১৫ হাজার ৭৪ জন। তার মধ্যে পুরুষ ৭ হাজার ৫ শত ২০ ও মহিলা ৭ হাজার ৫ শত ৫৪ জন। ইতিমধ্যে এই উপ-নির্বাচনকে ঘিরে প্রাার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয়েছে। উপনির্বাচন নিয়ে নানা মুখী বিতর্কের মধ্যেও স্বচ্ছ ও জবাবদিহিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে অনেকেই মনে করেন। আর সে ক্ষেত্রে নির্ভয়ে ভোট প্রদানের নিশ্চয়তাও আশা করেন তারা। উল্লেখ্য, গত ২৪ মার্চ ২০১৯ তারিখে উপজেলা নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গনি আওয়ামীলীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন। কিন্তু গত ৬ আগস্ট ২০২০ তারিখে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি মহামারী করোনা উপসর্গ নিয়ে মারা গেলে উপজেলা চেয়ারম্যানের পদটি শূন্য হয়। এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার শরিফুল ইসলাম জানান, ৩জন প্রার্থী দেবহাটা উপজেলা পরিষদের উপ-নির্বাচনের ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন। ইতিমধ্যে ভোটের প্রস্তুতি শুরু হয়েছে। আমরা আশা করি প্রার্থীরা নির্বাচনি আচরণ বিধি মেনে ভোটার কার্যক্রম পরিচালনা করবেন বলে সহকারী রিটার্নিং কর্মকর্তা শরিফুল ইসলাম আশাবাদ ব্যক্ত করেন।