দেবহাটা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ০১টি আগ্নেয়াস্ত্র ও ০২ (দই) রাউন্ড গুলি সহ ০১জন অস্ত্রধারী আসামীকে গ্রেফতার করেছে।আটককৃত আসামীর নাম মোঃ ইউনুছ আলী মোড়ল(৪০)। সে দেবহাটার নোড়ারচক গ্রামের মোঃ ইয়াদ আলী মোড়লের ছেলে।থানা পুলিশ জানায়,
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এঁর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আতিকুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদ 'র সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ 'র নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালীন আজ ০৩/১১/২২ তারিখ, সকাল অনুমান-০৮.৫০ ঘটিকার সময় এসআই(নিঃ) শোভন দাস, এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ শামীম হোসেন সংগীয় ফোর্সসহ দেবহাটা থানাধীন পারুলিয়া টু বদরতলা গাজী পাকা রাস্তার দক্ষিন পারুলিয়া (জেলে পাড়া) প্রামস্থ জনৈক ইন্জামামুল হক এর মেসার্স আয়ান ব্রিকস এর দক্ষিন পার্শ্বে ফাঁকা জায়গায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউনুছ আলী মোড়ল(৪০) একটি দেশীয় তৈরি পিন্তল ও দুই রাউন্ড গুলি সহ আটক করে পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ আপডেট সাতক্ষীরা কে জানা, এ সংক্রান্তে দেবহাটা থানায় ০১টি অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।তিনি আরো জানান, আসামীকে আজ ০৩/১১/২০২২ তারিখে বিকালে বিঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।