UNODC (United Nations Office on Drugs and Crime) এর সহযোগিতায় নৌ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
০৫(পাঁচ) দিন ব্যাপী Pier Side Vessel Search Course (PVST) প্রশিক্ষণে নৌ পুলিশের অতিরিক্ত আইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম(বার), পিপিএম প্রশিক্ষণের সার্বিক বিষয়াবলী পর্যবেক্ষন করেন।
এ সময় UNODC এর Mr. Johann Viljoen Maritime Instructor UNODC, Bangladesh,Ms. Marina Yakunina Programme Officer,UNODC, Bangladesh Mr. Joshua Arteta Gonzalez,Programme Officer, UNODC Maldives সহ নৌ পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, "সঠিক পেশাদারিত্বের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য প্রশিক্ষণের কোন বিকল্প নেই। আধুনিক বিশ্বায়নের যুগে তাল মিলিয়ে চালার জন্য উন্নত প্রযুক্তির যথাযথ ব্যবহারের জ্ঞান থাকা আবশ্যক।" তিনি UNODC (United Nations Office on Drugs and Crime) কে যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের জন্য ধন্যবাদ জানান এবং উপস্থিত প্রশিক্ষণার্থীদের উক্ত প্রশিক্ষণ সম্পন্ন করে নিজ নিজ কর্মস্থলে তার যথাযথ ভাবে কাজে লাগানোর জন্য নির্দেশনা প্রদান করেন।