"ধর্ম যার যার উৎসব সবার "এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন শারদীয় দুর্গাপূজা/২০২২ সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে দেবহাটা থানায় মতবিনিময় ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এঁর দিক নির্দেশনা অনুযায়ী দেবহাটা থানায় আসন্ন শারদীয় দুর্গাপূজা/২০২২ উৎসব আনন্দমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে গতকাল ২৫ সেপ্টেম্বর ২০২২ খ্রি: অফিসার ইনচার্জ, দেবহাটা থানা এর কার্যালয়ে শেখ ওবায়দুল্লাহ অফিসার ইনচার্জ, দেবহাটা থানার সভাপতিত্বে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়।
![]()
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন আলহাজ্ব মোঃ মুজিবর রহমান,চেয়ারম্যান, দেবহাটা উপজেলা, এসএম জামিল আহমেদ সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল, সুভাষ চন্দ্র ঘোষ সভাপতি জেলা ও দেবহাটা উপজেলা পূজা উদযাপন পরিষদ, চন্দ্রকান্ত মল্লিক দেবহাটা হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি, মোঃ হাবিবুর রহমান সবুজ এবং জিএম স্পর্শ দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয়, জনাব নির্মল কুমার মন্ডল সাধারন সম্পাদক উপজেলা পূজা উদযাপন পরিষদ, অজয় কুমার ঘোষ দেবহাটা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সেক্রেটারি, দেবহাটা উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়াম্যান বৃন্দ এবং উপজেলার সকল পূজা মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদক বৃন্দ সহ স্থানীয় জনপ্রতিনিধগন।
![]()
সভায় দেবহাটা থানার ওসি বলেন, ধর্ম যার যার উৎসব সবার।বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এদেশে হিন্দু মুসলমান ভাই-ভাই।ওসি বলেন যারা ধর্মের নামে বিশৃঙ্খলা তৈরি করে তারা আদর্শ মুসলমান নয়।যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে নাশকতা করার চেষ্টা করে তারা দেশ ও রাষ্ট্রের শত্রু।তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেবহাটা থানা পুলিশ প্রতিমা বিসর্জনের আগ পর্যন্ত প্রত্যেকটি পুজামন্ডপে নিরাপর্ত্তা নিশ্চিত করবে।তিনি সনাতনধর্মীদের নির্ভয়ে দুর্গোৎসব পালন করার আহবান জানান।
![]()
উক্ত সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন মোঃ তুহিনুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবহাটা থানা, সাতক্ষীরা। এছাড়াও থানার সকল পর্যায়ের অফিসার ফোর্স এবং বিট অফিসারগণ উপস্থিত ছিলেন।