সদর উপজেলার ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে রবিবার (৮ই সেপ্টেম্বর) বিকাল ৪.০০ টায় স্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান এর সভাপতিত্বে আন্তঃস্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়াম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, জেলা শিক্ষা অফিসার এস.এম. আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক স.ম. জালাল উদ্দীন, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিলীপ কুমার মল্লিক, সাংগঠনিক সম্পাদক অজিয়ার রহমান প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ থেকে যখন ফুটবল খেলা হারিয়ে যেতে বসেছিল ঠিক তখনই বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে সর্বস্তরে জাঁকজমক ভাবে খেলাটি দৃশ্যমান হচ্ছে যার মাধ্যমে ক্রিকেটের মত ফুটবলেও দেশ এগিয়ে যাবে। খেলায় গোবরদাঁড়ী জোড়দিয়া স্কুল এন্ড কলেজ ৪/৩ গোলে গাভা এ.কে.এম. আদর্শ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব আর্জন করে। খেলা শেষে উভয়দলকে পুরুস্কৃত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, শিক্ষক মোঃ মুকুল হোসেন।