মাহফিজুল ইসলাম আককাজ: ঝাউডাঙ্গা কলেজে সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুলাই) সকালে ঝাউডাঙ্গা কলেজের আয়োজনে কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমানের সভাপতিত্বে সংবর্ধিত ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘শিক্ষাঙ্গণ একটি পবিত্র স্থান। শিক্ষাঙ্গণের পবিত্রতা রক্ষা করা সকল শিক্ষার্থীর নৈতিক দায়িত্ব। এজন্য নতুন প্রজণে¥র শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের শিক্ষার পাশা পাশি নীতি ও নৈতিকতার শিক্ষা দিতে হবে। ঝাউডাঙ্গা কলেজ জেলার মধ্যে একটি অন্যতম কলেজ। কলেজটি ইনশাল্লাহ জাতীয় করণ করা হবে। কলেজের ফলাফল খুবই ভাল। এ সাফল্য ধরে রাখতে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের আরো বেশি মনোযোগি হওয়ার আহবান জানান কলেজ পরিচালনা পরিষদের সভাপতি এমপি রবি।’
সম্মানিত অতিথি ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর’র চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা কলেজের প্রতিষ্ঠাতা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য অতিরিক্ত পিপি এ্যাড. আব্দুল লতিফ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, ঝাউডাঙ্গা কলেজে উপাধ্যক্ষ ড. গোপাল চন্দ্র সরদার, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী বিশ^াস, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, ঝাউডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান ও আওয়ামী লীগ নেতা মো. শাহিদুল ইসলাম প্রমুখ। এসময় ঝাউডাঙ্গা কলেজে ম্যানেজিং কমিটির সদস্য, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ঝাউডাঙ্গা কলেজের প্রভাষক হাসান মাহমুদ রানা।