বুধবার (০২ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে জেলা পুলিশ আয়োজিত আনন্দ সন্ধ্যায় প্রধান অতিথি বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক আইজিপি ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, এবার নির্বাচন ছিলো বাংলাদেশ পুলিশের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ সফলতা অর্জন করেছে। কোনও প্রকার জানমালের ক্ষয়ক্ষতি ছাড়াই একাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
পুলিশ প্রধান ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, নতুন বছরে দেশ থেকে মাদক নির্মূল করে আমাদের নতুন প্রজন্মকে রক্ষা করা হবে। এজন্য তিনি পুলিশের সকল সদস্যকে একযোগে কাজ করার আহ্বান জানান। এসময় তিনি নির্বাচিত সকল সংসদ সদস্যকে প্রতিটি পাড়া মহল্লাকে মাদক মুক্ত করতে পুলিশকে সহায়তা করার অনুরোধ করেন। তিনি বলেন, ২০১৩-১৪ অর্থবছরে যেভাবে দেশে আগুন সন্ত্রাস ছড়িয়ে পড়েছিল তা পুলিশ বাহিনীর দৃঢ়তার জন্য রোধ করা সম্ভব হয়েছে। ২০১৬ সালে দেশে যখন জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠেছিল সে সময়ও স্বাধীনতা বিরোধী চক্র দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তা রুখে দিয়েছিল।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য শামীম ওসমান, সেলিম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, লিয়াকত হোসেন খোকা, অতিরিক্ত আইজিপি সফিকুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন,ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, ঢাকা রেঞ্জের ডিআইজি(ক্রাইম এন্ড এডমিন) আবুল কালাম সিদ্দীক সহ ঢাকা রেঞ্জের উর্ধত্তন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।