★★★★
আব্দুর রহিম: সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের আমন্ত্রণে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দের সাথে মতবিনময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোশারফ হোসেন মশু, জেলা ডেপুটি কমান্ডার আবুবক্কর সিদ্দিক, দেবহাটা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল গণি, সদর উপজেলা কমান্ডার মো. হাসানুল ইসলাম, কালিগজ্ঞ কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, আশাশুনি কমান্ডার আব্দুল হান্নান, কলারোয়া কমান্ডার গোলাম মোস্তফা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক আবু রায়হান তিতু, সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি, দেবহাটা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক সাইফুজ্জামান প্রিন্স, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, কার্তিক সরকার, এড. মোস্তফা নুরুল আলম, সাবেক ডেপুটি কমান্ডার শেখ মোতাহার হোসেন, আব্দুল করিম, প্রফেসর আব্দুল বারী, শেখ নাসির উদ্দিন প্রমুখ। এসময় বক্তারা বলেন, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মিটিং এ মুক্তিযোদ্ধাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং বিভিন্ন দিবসে সম্মানী ভাতা বৃদ্ধি করতে হবে। জেলার গুরুত্বপূর্ণ যুদ্ধস্থান ও গণকবর সংরক্ষণ ও স্মৃতিস্থম্ভ নির্মাণ এবং সাতক্ষীরা খুলনা রোড মোড়ে মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভ নির্মাণ করার আহবান জানান। মুক্তিযোদ্ধাদের প্রতি মাসে ভাতা প্রদান করতে হবে এবং মুক্তিযোদ্ধা সন্তানদের চাকরী ক্ষেত্রে প্রাধান্য বাড়াতে হবে বলে জানান বক্তারা। এসময় নবাগত জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানান জেলার মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য মাহমুদ আলী সুমন, আব্দুর রহিম, সদর উপজেলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক সাইফুল ইসলামসহ বিভিন্ন থানার মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তথ্যঃপত্রদূত নেট।