গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি শিক্ষা) মো. শফিউল্লাহ মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বুধবার ভোর চারটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ২৭তম বিসিএসের এই কর্মকর্তা মারা যান বলে জানান গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।
তিনি জানান, ‘সকাল সাড়ে আটটার দিকে ভাওয়াল রাজবাড়ি মাঠে মো. শফিউল্লার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার লাশ গ্রামের বাড়ি পটুয়াখালী সদরের ইট বাড়িয়ার উদ্দেশ্যে পাঠানো হয়েছে।’
চলতি বছরের ৪ এপ্রিল গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) হিসেবে যোগদান করেছিলেন মো. শফিউল্লাহ। স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে তিনি গাজীপুর জেলা শহরে ভাড়া বাসায় থাকতেন।
এদিকে তার এই অকাল মৃত্যুতে বাংলাদেশ বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মরহুমের আত্মার শান্তি কামনা করে ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক বার্তা জানিয়েছেন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের মহাসচিব ইউসুফ হারুন ও অ্যাসোসিয়েশনের সভাপতি স্থানীয় সরকাাার বিভাগের সচিব হেলালউদ্দীন আহমেদ।