জিয়া সীমান্ত ব্যুরো : দুই দিনের সফরে যশোর, সাতক্ষীরা ও বাগেরহাট আসছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
আগামীকাল মঙ্গলবার সকালে তিনি ইউএস বাংলার একটি ফ্লাইটে যশোর বিমান বন্দরে অবতরণ করবেন। পরে সড়কপথে বেনাপোল স্থলবন্দরের উপদেষ্টা কমিটির এক সভায় যোগদান করবেন।
ভোমরা স্থলবন্দর কতৃপক্ষের উপপরিচালক (প্রশাসন) মো: রেজাউল করিম আপডেট সাতক্ষীরা কে জানান, এই সফরে প্রতিমন্ত্রী যশোরের বেনাপোল, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ও বাগেরহাটের মোংলা বন্দরের উপদেষ্টা কমিটির পৃথক তিনটি সভায় যোগদান করবেন।
তিনি আরো জানান, মঙ্গলবার বেনাপোল স্থলবন্দরের উপদেষ্টা কমিটির সভাটি সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। ওই সভা শেষে প্রতিমন্ত্রী সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে যাবেন। সেখানে সাড়ে তিনটায় বন্দরের উপদেষ্টা কমিটির এক সভায় যোগদান করবেন। সভা শেষ করে তিনি যাবেন বাগেরহাটের মোংলা বন্দরে। সেখানে রাত যাপন করবেন। পরদিন বুধবার সকালে বন্দর পরিদর্শন করবেন। পরে মোংলা বন্দরের উপদেষ্টা কমিটির এক সভায় অংশ নেবেন প্রতিমন্ত্রী। এই সভা শেষে মোংলা বন্দর সিবিএ’র এক অভিষেক অনুষ্ঠানে যোগদান করবেন। পরে মাওয়া হয়ে সড়ক পথে ঢাকা যাবেন।