দেশের অন্যতম মৎস্য সম্পদ মা ইলিশ রক্ষায় নৌ পুলিশ নৌ পথে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় মা ইলিশ রক্ষায় আজ নৌ পুলিশ প্রধান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম(বার),পিপিএম এঁর নেতৃত্বে চাঁদপুরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।এই অভিযানে নৌ পুলিশের ডিআইজি,পুলিশ সুপার বৃন্দ সহ সকল পর্যায়ের দুই শতাধিক পুলিশ সদস্য লঞ্চ স্পিডবোট যোগে অংশ গ্রহন করে।
অভিযানের এক পর্যায়ে নৌ পুলিশ প্রধান চাঁদপুরের আমিরাবাদ এলাকার বরই চর এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ জনসাধারণের সাথে মা ইলিশ সংরক্ষনের প্রয়োজনীয়তার বিষয়ে কথা বলেন।
তিনি বলেন, "বাংলাদেশ সরকার জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য ২২ দিন মা ইলিশ শিকার করা বন্ধ রেখেছেন।দেশের কল্যাণে আমাদের সবাইকে এই সরকারি আদেশ মানতে হবে।"
তিনি বলেন,"কৃষক যেমন ভালো ফসলের জন্য এর যত্ন নেন ,ধান পাকা পর্যন্ত অপেক্ষা করেন ঠিক তেমনি জেলে ভাইয়েরা যদি সরকার ঘোষিত নিষিদ্ধকালীন মাছ শিকার না করেন তাহলে দেশে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে,এতে করে নিজের ভাগ্যের উন্নতির সাথে সাথে দেশও অর্থনৈতিক ভাবে লাভবান হবে।"
তিনি আরও বলেন,"যখন মাছ ধরা নিষিদ্ধ থাকে তখন অন্য বিকল্প পেশায় নিয়োজিত হতে হবে।"
নৌ পুলিশ প্রধান মৎস্য সংরক্ষণের জন্য সরকারি আদেশ মানার পাশাপাশি তাদের সন্তানদের সঠিক শিক্ষায় শিক্ষিত করার জন্য আহ্বান জানান।