Citizen Journalist(জিমি):আসন্ন শারদীয় দূর্গোৎসব সহ নড়াইল জেলার আাইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নড়াইলে পুলিশ কর্মকর্তাদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার জালাল উদ্দিন, সদর থানার ওসি আনোয়ার হোসেন, লোহাগড়া থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস, কালিয়া থানার ওসি শেখ শমসের আলী, নড়াগাতি থানার ওসি আলমগীর কবির, গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আশিকুর রহমানসহ নড়াইলের বিভিন্ন পুলিশ ফাঁড়ি ও ক্যাম্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, নড়াইল জেলা আকারে ছোট হলেও প্রতিবছরই ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণভাবেই হিন্দু সম্প্রদায় শারদীয় দুর্গোৎব পালন করে থাকে।