সিটিজেন জার্নালিস্ট: নড়াইলে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে নাশকতা এড়াতে পুলিশ কে নির্বাচনী ব্রিফিং প্রদান করলেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ দিদার আহম্মেদ, বিপিএম।
জেলা পুলিশের বিশেষ সূত্র জানায়, বুধবার (১৪ নভেম্বর) বেলা ২টার দিকে নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দীন পিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে নির্বাচনী ব্রিফিং প্রদান করেন খুলনা রেঞ্জ ডিআইজি জনাব মো:দিদার আহম্মাদ।সভায় ডিআইজি মহোদয় বলেন নড়াইলে যেনো উৎসব মুখর পরিবেশে জনগন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেজন্য জেলা পুলিশের প্রত্যেকটি সদস্য কে তৎপর থাকতে হবে।তিনি বলেন নির্বাচন চলাকালীন সময় যেনো কোন ব্যক্তি ভারী অস্ত্র বা মাদক দ্রব্য বহণ করতে না পারে সে দিকে লক্ষ রাখতে হবে।তিনি আরো বলেন নির্বাচন চলাকালীন সময় বৈধ কাগজপত্র ছাড়া কেউ মটর সাইকেল নিয়ে ভোট কেন্দ্রের আসেপাসে যেতে পারবেনা।এমন কি মটর সাইকেলে ২ জনের বেশি ৩ জন আরোহী মটর সাইকেলে বসতে পারবেন না।চালক ও যাত্রী দুই জন কেই হেলমেট পরিধান করতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিআইজি অফিস)জনাব মো:কাদের বেগ,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুউদ্দীন,সিনিয়র সহকারি পুলিশ সুপার (কালিয়া সার্কেল)জনাব মো:মেহেদী হাসান, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন, সহকারি পুলিশ সুপার (প্র.বি) মোঃ ইশতিয়াক হোসেন, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস, নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি আশিকুর রহমান, নড়াইল জেলা বিশেষ শাখার ডিআইও-১ এস.এম. ইকবাল হোসেনসহ নড়াইল জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ।