নিজস্ব প্রতিবেদকঃ
অদ্য ২৬.১২.২০১৭ খ্রি. বিকাল ৩.০০ ঘটিকায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে সুলতান মঞ্চে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৩তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে ১০ দিনব্যাপী ‘সুলতান মেলা ২০১৮ উদ্বোধন করেন জনাব মো: লোকমান হোসেন মিয়া, বিভাগীয় কমিশনার, খুলনা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব সরদার রকিবুল ইসলাম, ( অতিরিক্ত ডিআইজি),পুলিশ সুপার, নড়াইল, জনাব এ্যাড. সোহরাব হোসেন বিশ্বাস, চেয়ারম্যান, জেলা পরিষদ, নড়াইল, জনাব এ্যাড. সুভাস চন্দ্র বোস, সভাপতি, জেলা আওয়ামী লীগ, জনাব মো: জাহাঙ্গীর বিশ্বাস, মেয়র, নড়াইল, জনাব আশিকুর রহমান মিকু, সাধারণ সম্পাদক , জেলা ক্রীড়া সংস্থা, নড়াইল, উপ-সচিব, অলিম্পিক এসোসিয়েশন, বাংলাদেশসহ অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে সুলতান মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে চিত্র প্রদর্শনী, গ্রামীণ ক্রীড়া উৎসব, সুলতান পদক প্রদান, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলাকে জাঁকজমক ভাবে উদযাপন করতে মেলা প্রাঙ্গণে বিভিন্ন ধরণের স্টল তাদের পসরা সাজিয়ে বসেছে। পরবর্তীতে অসহায়, দুঃস্থ ও গরিবদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
চিত্রশিল্পী এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন। অসুস্থ অবস্থায় ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।