সিটিজেন জার্নালিস্ট(জিমি):
অধিকার সংরক্ষণ আইন-২০০৯ ও মেডিক্যাল প্রাক্টিস এবং প্রাইভেট ক্লিনিক্স এবং ল্যাবরেটরিসমূহ (রেগুলেশন) অধ্যাদেশ,১৯৮২ এর আওতায় আজ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় বিভিন্ন হোটেল ও ক্লিনিকে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫৪,৪০০/- টাকা জরিমানা করা হয়।
কলারোয়া উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মনিরা পারভীন আজ শহরের বিভিন্ন হোটেল রেস্তরা,ব্যাকারী ও ফাস্ট ফুডের দোকান সহ অস্বাস্থ্যকর পরিবেশের ক্লিনিক সমূহে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উক্ত জরিমানা প্রদান করেন।এসময় কলারোয়া থানা পুলিশ উক্ত ভ্রাম্যমান আদালত কে সার্বিক সহযোগীতা প্রদান করেন।