পটুয়াখালী জেলায় আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের সাথে বরিশাল রেঞ্জ ডিআইজি'র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৫ ডিসেম্বর ২০১৯ খ্রিঃ সকাল ১১.৩০ ঘটিকায় জেলা পুলিশ পটুয়াখালী কর্তৃক আয়োজিত আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার)পিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ,বরিশাল রেঞ্জ,বরিশাল।
উক্ত মতবিনিময় সভায় রেঞ্জ ডিআইজি সরকার কর্তৃক অনুমোদিত সমবায় সমিতি "মুক্তির পথে পটুয়াখালী" এর মাধ্যমে আত্মাসমর্পণকৃত মাদক সেবী ও মাদক ব্যবসায়ী স্থায়ীভাবে পুনর্বাসনের জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার,পটুয়াখালী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র পটুয়াখালী, ডিডি সমাজসেবা অধিদপ্তর, প্রিন্সিপাল টি,টি,সি, সিনিয়র ইন্সট্রাকটর যুব উন্নয়ন অধিদপ্তর সহ সুধী সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ।