প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২২, ৩:২১ পূর্বাহ্ণ
পথে কেউ চাঁদা দাবি করেছিল কি না? বাহাদুরের মালিক মাসুদ কে জিজ্ঞাসা করলেন আইজিপি
রাজধানীর পশুর হাটে কোরবানির পশু নিয়ে আসা ব্যাপারীদের নিরাপদে টাকা পরিবহন করতে পুলিশের সহযোগিতা নিতে বলেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বিপিএম-বার।
আজ শনিবার দুপুরে রাজধানীর কমলাপুরে কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের বেনজীর আহমেদ এ কথা বলেন। তিনি দুপুর ১২টায় কমলাপুর পশুর হাট পরিদর্শনে যান। তখন তাঁর সঙ্গে ছিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মোহাম্মদ শফিকুল ইসলামসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। হাট পরিদর্শনে গিয়ে আইজিপি পশু বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। ঢাকায় গরু আনতে গিয়ে পথে চাঁদাবাজির শিকার হয়েছেন কি না তা জানতে চান তিনি। পাশাপাশি হাট থেকে গরু কেনা ক্রেতারা হাসিল নিয়ে কোনো সমস্যায় পড়েছেন কি না, জানতে চান।
আইজিপির সঙ্গে কথা বলে খুশি কৃষক
হাট পরিদর্শনে গিয়ে ফরিদপুরের কৃষক শেখ মাসুদের সঙ্গে কথা বলেন আইজিপি বেনজীর আহমেদ। আইজিপির সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে দারুণ খুশি মাসুদ বলেন, ‘আমি ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছি। চাষবাষ করে খাই। চার বছর ধরে ছোট্ট একটা বাছুর পুষে বড় করেছি। নাম রেখেছি শেখ বাহাদুর। সেই বাহাদুরকে ঢাকার কমলাপুরে এনেছি। আজ আইজি স্যার আমার বাহাদুরকে দেখেছেন। আমার সঙ্গে কথা বলেছেন। এ কথা আমি কোনো দিনও ভুলব না।’
৩৭ মণ ওজনের কালো রঙের শেখ বাহাদুরের মালিক মাসুদের খোঁজ নেন পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ। মাসুদ শেখের কাছ থেকে জানতে চান, পথে কেউ চাঁদা দাবি করেছিল কি না। জবাবে মাসুদ জানান, পথে কেউ তাঁর কাছে চাঁদা দাবি করেনি।
এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) কৃষ্ণপদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কশিনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমানসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 Update Satkhira. All rights reserved.